১৮ আগস্ট ২০২৫ । শুক্রবার
চলতি আগস্টের প্রথম ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১২৬ কোটি মার্কিন ডলার, যা প্রায় ১৫ হাজার ৪২০ কোটি টাকা। তবে এ সময় রাষ্ট্রায়ত্ত ও বিদেশি খাতসহ মোট ১০টি ব্যাংকের মাধ্যমে এক ডলারও রেমিট্যান্স আসেনি।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, এসব ব্যাংকের মধ্যে রয়েছে—রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি, বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসরকারি কমিউনিটি ব্যাংক, সিটিজেনস ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক এবং বিদেশি হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, উরি ব্যাংক ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।
বিশেষজ্ঞরা বলছেন, বিদেশে দুর্বল এজেন্ট নেটওয়ার্ক ও হুন্ডির প্রতি ঝোঁক থাকায় এসব ব্যাংক রেমিট্যান্স আহরণে পিছিয়ে পড়ছে।