ভালুকায় দাখিল পরীক্ষায় শীর্ষ অবস্থানে দারুননাজাত মডেল মাদ্রাসা

INFO TODAY BANGLA

 



ভালুকা (ময়মনসিংহ), ১১ জুলাই ২০২৫: ময়মনসিংহের ভালুকা উপজেলার দারুননাজাত মডেল মাদ্রাসা (ভালুকা শাখা) ২০২৫ সালের দাখিল পরীক্ষায় অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে। এ বছর পরীক্ষায় অংশগ্রহণকারী ১৩ জন শিক্ষার্থীর মধ্যে ১২ জনই গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে, এবং একজন শিক্ষার্থী পেয়েছে জিপিএ ৪.৮৮। এই অসামান্য ফলাফলের মাধ্যমে মাদ্রাসাটি উপজেলায় সর্বাধিক জিপিএ-৫ অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে শীর্ষস্থান দখল করেছে।

বর্তমানে প্রায় ৩০০ শিক্ষার্থী এই প্রতিষ্ঠানে অধ্যয়নরত। শিক্ষার মান, নৈতিকতা ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে পরিচালিত এই মাদ্রাসা ভালুকা উপজেলার শিক্ষাক্ষেত্রে একটি উজ্জ্বল নক্ষত্র হিসেবে আবির্ভূত হয়েছে।

মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আবুল কালাম সিদ্দীকি এই সাফল্যের পেছনের কারণ ব্যাখ্যা করে বলেন, “এই অর্জন আল্লাহর অশেষ রহমত, শিক্ষার্থীদের একাগ্রতা, অভিভাবকদের আন্তরিক সহযোগিতা, অভিজ্ঞ গভর্নিং বডির দক্ষ পরিচালনা এবং শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের সম্মিলিত ফল। এছাড়া, দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত আখম আবু বকর সিদ্দিক (মা. জা.) সাহেবের দোয়ার বরকত আমাদের এই পথচলায় বড় পাথেয়।”

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য শুধু ভালো ফলাফল নয়, বরং আদর্শ দ্বীনদার, দেশপ্রেমিক ও মানবিক নাগরিক তৈরি করা। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

উল্লেখ্য, দারুননাজাত মডেল মাদ্রাসা গত কয়েক বছর ধরে দাখিল পরীক্ষায় ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করে আসছে। শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মূল্যবোধের প্রতি গুরুত্বারোপের মাধ্যমে এই প্রতিষ্ঠানটি এলাকার শিক্ষাক্ষেত্রে একটি আলোকবর্তিকা হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে।


সত্যের সাথে, সময়ের সাথে – ইনফো টুডে বাংলা

সময়োপযোগী খবর ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করার একটি নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম
To Top