ভালুকা (ময়মনসিংহ) | বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
মামলার বিবরণ অনুযায়ী, গত ১১ জুন ভালুকা ন্যাশনাল আইডিয়াল স্কুলের সামনে থেকে প্রধান অভিযুক্ত বাবন চন্দ্র দাস এবং তার সহযোগীরা একটি কালো রঙের প্রাইভেটকারে করে অস্ত্রের মুখে ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যান। পরে গোপন আস্তানায় নিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে ভিকটিমের মা অভিযোগ করেন। অপহরণের পর অভিযুক্ত বাবন চন্দ্র দাস ভিকটিমকে নিয়ে দেশের বিভিন্ন এলাকায় অবস্থান করেন।
এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে গত ২২ জুলাই আদালতে বাবন চন্দ্র দাস সহ ৭ জনকে আসামি করে একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে গত ১৯ আগস্ট ভালুকা মডেল থানা পুলিশ মামলাটি রুজু করে। থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করতে ব্যর্থ হয়।
এদিকে, গত ১৬ জুলাই নোটারি পাবলিকের মাধ্যমে ভিকটিম হিন্দু ধর্ম গ্রহণ করে বাবন চন্দ্র দাসকে বিয়ে করেছেন বলেও খবরে উল্লেখ করা হয়েছে।
র্যাবের অভিযানে উদ্ধার ও হস্তান্তর
পরে ভিকটিমের মা র্যাব-১৪ এর সহযোগিতা কামনা করলে, র্যাব-১৪ এর একটি দল গত বুধবার (১ অক্টোবর) রাতে নরসিংদীর মনোহরদী সদর থেকে ভিকটিমসহ প্রধান আসামি বাবন চন্দ্র দাসকে গ্রেফতার করে। রাতেই মনোহরদী থানা পুলিশ ভিকটিম ও প্রধান আসামিকে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত অপরাপর আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।