ভালুকায় বেতন বিলম্বে ক্ষোভে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

INFO TODAY বাংলা

মোঃ মাজাহারুল ইসলাম | ভালুকা, ময়মনসিংহ

৯ অক্টোবর ২০২৫


ময়মনসিংহের ভালুকায় মুলতাজিম স্পিনিং মিলের প্রায় ৪,৫০০ শ্রমিক বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন সেপ্টেম্বর মাসের বেতন পরিশোধে বিলম্বের প্রতিবাদে।


ময়মনসিংহের ভালুকা উপজেলায় অবস্থিত মুলতাজিম স্পিনিং মিলের শ্রমিকরা বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ২টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, যার ফলে দূরপাল্লার যাত্রী ও স্থানীয় মানুষ চরম দুর্ভোগের শিকার হন।


শ্রমিকদের অভিযোগ, কোম্পানি সেপ্টেম্বর মাসের বেতন ১০ অক্টোবর পরিশোধের কথা দিয়েছিল। কিন্তু শুক্রবার (১১ অক্টোবর) সরকারি ছুটির কারণে ব্যাংক বন্ধ থাকায় বেতন পরিশোধ রোববার (১২ অক্টোবর) পর্যন্ত স্থগিত করা হবে বলে কর্তৃপক্ষ জানালে তারা ক্ষুব্ধ হয়ে প্রতিবাদে নামেন।


অবরোধের ঘটনায় ঘটনাস্থলে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ভালুকা থানার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবিলম্বে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রশাসনের মধ্যস্থতায় বিকেল সাড়ে ৪টার দিকে কোম্পানি পক্ষ শ্রমিকদের আজই (৯ অক্টোবর) সন্ধ্যায় বেতন পরিশোধের আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করেন।


শ্রমিক নাসিমা বলেন, “কোম্পানি নিয়মিত বেতন দেয় না, প্রায়ই গড়িমশি করে। এখন দুই শিফটে কাজের সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু বেতন বাড়ানোর কোনো কথা বলছে না। দুই শিফটে কাজ করা অত্যন্ত কঠিন।”


ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫-এর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান জানান, “শ্রমিকদের বেতন ১০ তারিখে দেওয়ার কথা ছিল। কিন্তু শুক্রবার ছুটির কারণে কোম্পানি রোববার বেতন দেওয়ার ঘোষণা দিলে তাদের মধ্যে অসন্তোষ ছড়ায় এবং তারা মহাসড়ক অবরোধ করেন। পরে কোম্পানি আজ সন্ধ্যায় বেতন দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।”


উল্লেখ্য, মুলতাজিম স্পিনিং মিলে প্রায় ৪,৫০০ শ্রমিক কর্মরত রয়েছেন। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যানচলাচল প্রায় দুই ঘণ্টা স্তব্ধ হয়ে যায়, যা অঞ্চলের সাধারণ মানুষ ও যাত্রীদের জন্য ব্যাপক অসুবিধার কারণ হয়ে ওঠে।

সত্যের সাথে, সময়ের সাথে – ইনফো টুডে বাংলা

সময়োপযোগী খবর ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করার একটি নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম
To Top