মাইলস্টোনের ঘটনায় শিক্ষার্থীদের ৬ দাবি মেনে নিয়েছে সরকার

INFO TODAY BANGLA


রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শিক্ষার্থীদের উত্থাপিত ছয় দফা দাবি যৌক্তিক বলে গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আইন উপদেষ্টা আসিফ নজরুল মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) দুপুর ১টার দিকে কলেজের ৫ নম্বর ভবনের সামনে এ তথ্য জানান।

শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে: নিহতদের নাম-ঠিকানা প্রকাশ, আহতদের নির্ভুল তালিকা, শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা, ক্ষতিপূরণ প্রদান, ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ বিমান চলাচল বাতিল এবং প্রশিক্ষণ পদ্ধতি সংস্কার।

আইন উপদেষ্টার ঘোষণার পর শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। আন্দোলনরত শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ এবং ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দেন এবং পুলিশের দিকে জুতা ও প্লাস্টিকের বোতল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিষ্ঠানের ৫ নম্বর ভবনের সামনে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার দুপুরে উত্তরার মাইলস্টোন ক্যাম্পাসে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন। আলোচনা শেষে আসিফ নজরুল সাংবাদিকদের জানান, “মাইলস্টোন স্কুলে একটি তথ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে, যেখানে নিহত, আহত ও নিখোঁজদের তথ্য নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। নিহত ও আহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং ট্রমা ম্যানেজমেন্ট সাপোর্টের ব্যবস্থা করা হচ্ছে।”

বিবৃতিতে আরও বলা হয়, ভিড় নিয়ন্ত্রণের সময় সেনাবাহিনীর কয়েকজন সদস্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর মারধরের অভিযোগের প্রেক্ষিতে সরকার দুঃখপ্রকাশ করেছে এবং সেনা কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হবে। এছাড়া, জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান চলাচল বন্ধের জন্য বিমান বাহিনীকে নির্দেশনা দেওয়া হবে।

শিক্ষা উপদেষ্টা সি আর আবরার জানান, আগামী ২৪ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার তারিখ নিয়মিত পরীক্ষা শেষে ঘোষণা করা হবে।

Video Link - YouTube
 

সত্যের সাথে, সময়ের সাথে – ইনফো টুডে বাংলা

সময়োপযোগী খবর ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করার একটি নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম
To Top