মুন্সীগঞ্জে ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক মীর নাসির উদ্দিন উজ্জ্বলের বিরুদ্ধে জমি দখল, নারী নির্যাতন এবং সাংবাদিকদের উপর মিথ্যা মামলার অভিযোগে তার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জেলা প্রশাসক ও জজ কোর্ট প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক নারী-পুরুষ অংশ নেন। প্রতিবাদকারীরা উজ্জ্বলকে ভূমিদস্যু ও নিপীড়নকারী হিসেবে অভিহিত করে তাকে আইনশৃঙ্খলা কমিটি ও প্রেসক্লাবের সদস্যপদ থেকে অপসারণ এবং দ্রুত বিচারের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, উজ্জ্বল জাল সার্টিফিকেট ব্যবহার করেছেন, যা সাংবাদিকরা ফাঁস করায় প্রতিশোধমূলকভাবে তিনি সাতজন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন। এতে সাংবাদিকরা ছয় মাস পলাতক জীবনযাপন করতে বাধ্য হন। এছাড়া, আওয়ামী লীগের শাসনামলে দলীয় সন্ত্রাসীদের সহায়তায় তিনি জমি দখল ও নারী নির্যাতনের ঘটনায় জড়িত ছিলেন বলেও দাবি করা হয়। ৫ আগস্টের পরও তিনি কিছু বিএনপি নেতা ও সাংবাদিকের সহযোগিতায় স্থানীয়দের হুমকি দিয়ে আসছেন। বক্তাদের মধ্যে আব্দুল জলিল, জাহাঙ্গীর হোসেন ও মারধরের শিকার স্নেহা ইয়াসমিন তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।
এই ঘটনা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রতিবাদকারীরা জানান, দাবি পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবেন।
VIDEO LINK - YOUTUBE