ফরিদপুরে এনসিপির জনসভা শুরু, নিরাপত্তা জোরদার

INFO TODAY BANGLA

 


ফরিদপুরে আজ, ১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জনসভা শহরের জনতা ব্যাংক মোড়ে দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হয়েছে। গোপালগঞ্জে দলটির পূর্ববর্তী পদযাত্রায় সহিংসতার প্রেক্ষাপটে ফরিদপুরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রায় ৪০০ পুলিশ, র‍্যাব, কোস্টগার্ড ও সেনাবাহিনীর সদস্য শহরের বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছেন। সৈয়দা নীলিমা দোলার সভাপতিত্বে সভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “গোপালগঞ্জের প্রতিটা ঘরে ঘরে জুলাই গণ-অভ্যুত্থানের পতাকা উড়বে।” তাঁর সঙ্গে আখতার হোসাইন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটোয়ারী, সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা ও নাহিদা সারোয়ার নিভাসহ প্রায় ১৬০ নেতাকর্মী উপস্থিত রয়েছেন। ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে সর্বোচ্চ নিরাপত্তা বলয় স্থাপন করা হয়েছে।

VIDEO LINK - YOUTUBE


সত্যের সাথে, সময়ের সাথে – ইনফো টুডে বাংলা

সময়োপযোগী খবর ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করার একটি নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম
To Top