প্রবাসীর পরিচয়ে প্রেমের ফাঁদ, ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে র‍্যাবের হাতে গ্রেপ্তার

INFO TODAY BANGLA


১১ আগস্ট ২০২৫ । সোমবার


ময়মনসিংহের ভালুকায় লন্ডনপ্রবাসীর পরিচয়ে প্রেমের সম্পর্ক গড়ে এক নারীর কাছ থেকে ১৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে শাহীন আলম তালুকদার (৪২) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। রোববার (১০ আগস্ট) ভোরে ভালুকার হবিরবাড়ী এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামানের নেতৃত্বে র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।


র‍্যাবের তথ্যমতে, ভুক্তভোগী রত্না আক্তার ভালুকার মাস্টারবাড়ী এলাকার আরিফ স্পিনিং মিলে কর্মরত ছিলেন। সেখানে চাকরির সুবাদে তার সঙ্গে শাহীনের পরিচয় হয়। রত্নার অবিবাহিত থাকার সুবিধা নিয়ে শাহীন নিজেকে লন্ডনপ্রবাসী মামুন হিসেবে পরিচয় দিয়ে প্রেমের সম্পর্ক তৈরি করেন এবং বিয়ের প্রতিশ্রুতি দেন। পরে তিনি অসুস্থতার অজুহাতে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যাওয়ার কথা বলে বিভিন্ন সময়ে রত্নার কাছ থেকে ১৩ লাখ টাকা নিয়ে আত্মসাৎ করেন। বিয়ের কোনো পদক্ষেপ না দেখে রত্নার সন্দেহ জাগে এবং প্রতারণার বিষয়টি প্রকাশ পায়। এরপর তিনি গত ১০ এপ্রিল ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-১৩, ধারা ৪০৬/৪২০/৫০৬, দণ্ডবিধি ১৮৬০)। মামলার পর থেকে শাহীন পলাতক ছিলেন।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, এ ঘটনায় থানায় একাধিকবার স্থানীয় সালিশের আয়োজন করা হয়। আসামির পরিবার টাকা ফেরত দেওয়ার লিখিত অঙ্গীকার করলেও তা পূরণ করেনি। অবশেষে র‍্যাব তথ্যপ্রযুক্তির সহায়তায় শাহীনকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করে। তিনি আরও জানান, সোমবার (১১ আগস্ট) দুপুরে আসামিকে পাঁচ দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে প্রেরন করা হয়েছে।

র‍্যাব-১৪ জানায়, প্রতারণার এ ধরনের ঘটনা প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং জনগণকে এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানানো হচ্ছে।

সত্যের সাথে, সময়ের সাথে – ইনফো টুডে বাংলা

সময়োপযোগী খবর ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করার একটি নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম
To Top