যশোর | শনিবার, ৩০ আগস্ট ২০২৫
যশোর: যশোরের অভয়নগর উপজেলার পাচুড়িয়া গ্রামে মাফিয়া ওরফে মনিমা নামের এক নারী ভুয়া কবিরাজি করে সাধারণ মানুষকে ঠকিয়ে কোটি টাকার ব্যবসা গড়ে তুলেছেন। জ্বীন-পরীর গল্প, তাবিজ-কবজ এবং নানা ধরনের ভুয়া চিকিৎসার মাধ্যমে তিনি মানুষের অজ্ঞতাকে পুঁজি করে প্রতারণা চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মনিমা নিজেকে অলৌকিক ক্ষমতার অধিকারী দাবি করে গ্রামের সহজ-সরল মানুষকে নানাভাবে ফাঁদে ফেলছেন। বিশেষ করে যারা দাম্পত্য কলহ, ব্যবসায় ক্ষতি, চাকরির ব্যর্থতা, রোগব্যাধি কিংবা সন্তান না হওয়ার মতো সমস্যায় ভুগছেন, তারা তার কাছে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন।
মনিমার কাছে আসা রোগীদের বলা হয় তাদের শরীরে জ্বীন ভর করেছে অথবা ঘরে অশুভ শক্তি রয়েছে। এরপর তাদের ভয় দেখিয়ে তিনি মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাবিজ-কবজ ও ঝাড়ফুঁক দেন। স্থানীয়দের অভিযোগ, এই প্রতারক প্রতিদিন অসংখ্য মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন। মানুষের সামর্থ্য অনুযায়ী তাবিজ-কবজের দাম কয়েক হাজার থেকে লাখ টাকা পর্যন্ত হতে পারে।
এই ভুয়া কবিরাজির শিকার হয়ে অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে। চিকিৎসার নামে ভুল পদ্ধতির কারণে অনেক রোগীর অবস্থার অবনতিও হয়েছে। এলাকার সচেতন মহল মনে করছে, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ না হলে নিরীহ মানুষরা আরও ক্ষতির শিকার হবেন। তারা এই প্রতারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।