বিয়েতে আমন্ত্রণ না পেয়ে হামলা, বর-কনেসহ আহত ১০

INFO TODAY BANGLA

 


চট্টগ্রামের বাঁশখালীতে বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়ার জেরে হামলার ঘটনায় বর-কনেসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট ২০২৫) বিকেলে বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া এলাকায় কেবি কনভেনশন সেন্টারের পাশের সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব বৈলছড়ির জাফর আহমদের ছেলে জসিম উদ্দিনের সঙ্গে চেচুরিয়ার মনছপ আলির মেয়ে রহিমা আক্তারের বিয়ের আয়োজন ছিল। অনুষ্ঠান শেষে বরযাত্রীদের ওপর হামলা চালানো হয়। পাত্রপক্ষের অভিযোগ, বরের বোন খালেদা বেগমের স্বামী রশিদ আহমদ আমন্ত্রণ না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে এ হামলা করেন। বরের শেরওয়ানি ও কনের স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে।

আহতদের মধ্যে রয়েছেন জসিম উদ্দিন, তার বাবা জাফর, ভাই জমির উদ্দিনসহ আরও কয়েকজন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। একটি সূত্র জানায়, খালেদার বন্ধকি টাকা ও স্বর্ণের হিসাব নিয়ে ভাই-বোনের মধ্যে পূর্ববর্তী বিরোধ এই ঘটনার কারণ।

বাঁশখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। তবে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।


সত্যের সাথে, সময়ের সাথে – ইনফো টুডে বাংলা

সময়োপযোগী খবর ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করার একটি নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম
To Top