৫ আগস্ট ২০২৫ । মঙ্গলবার
ময়মনসিংহের ভালুকা উপজেলায় ছাত্র-জনতার ঐতিহাসিক ‘জুলাই বিপ্লব’ ও আওয়ামী ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি উপলক্ষে ‘গণঅভ্যুত্থান দিবস’ পালিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) সকালে ভালুকা উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের আয়োজনে আলোচনা সভা ও বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, ৩৬ জুলাই ছিল ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার বিজয়ের একটি গৌরবময় দিন। বর্তমান প্রজন্মের কাছে এই দিবসের তাৎপর্য তুলে ধরার ওপর তারা গুরুত্বারোপ করেন।
পরে উপজেলা চত্বরে এক বিজয় মিছিল অনুষ্ঠিত হয়, যা প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি সম্পন্ন হয়।
Video Link - YouTube