রাজবাড়ীতে কবর থেকে লাশ উত্তোলন ও পোড়ানোর ঘটনায় জামায়াতের নিন্দা

INFO TODAY বাংলা


রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’র লাশ কবর থেকে তুলে পোড়ানোর ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।


শনিবার (৬ সেপ্টেম্বর) দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, নুরুল হক জীবদ্দশায় যাই করে থাকুন না কেন, মৃত্যুর পর তার লাশ এভাবে কবর থেকে উত্তোলন ও পোড়ানো ইসলাম কোনোভাবেই অনুমোদন করে না। এ ঘটনার মাধ্যমে মানবিক ও ধর্মীয় মূল্যবোধ লঙ্ঘিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।


তিনি বলেন, “জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক ও ইসলামী আদর্শের ভিত্তিতে পরিচালিত দল। দেশে শান্তি প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে আমরা দায়িত্বশীল ভূমিকা রেখে আসছি। তাই এ ঘটনার সঙ্গে জামায়াতে ইসলামীর নাম জড়ানোর চেষ্টা দুঃখজনক ও অনভিপ্রেত।”


বিবৃতিতে তিনি আরও বলেন, দেশে আইন ও বিচারব্যবস্থা বিদ্যমান, তাই আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও কার্যকর ভূমিকা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট মহলকে বিশৃঙ্খলাপূর্ণ কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।

সত্যের সাথে, সময়ের সাথে – ইনফো টুডে বাংলা

সময়োপযোগী খবর ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করার একটি নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম
To Top