মোঃ মামুন মিয়া | মানিকগঞ্জ
মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকার একটি ফ্ল্যাট থেকে প্রবাসীর স্ত্রী ও তার দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে দরজা ভেঙে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে।
নিহতরা হলেন, হরিরামপুর উপজেলার মালয়েশিয়াপ্রবাসী শাহিন দেওয়ানের স্ত্রী শেখা আক্তার (২৯), ছেলে আলভী (১১) এবং মেয়ে সাইফা (২)।
স্থানীয় সূত্র জানায়, নিহত শেখা আক্তার পশ্চিম বান্দুটিয়ার রাহাত সালমানের দোতলার ফ্ল্যাটে ভাড়া থাকতেন। সকালে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া আলমগীর বিদ্যুতের বিল দিতে গেলে দীর্ঘ সময় দরজা না খোলায় তিনি সন্দেহ করেন এবং পরে ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ এসে ফ্ল্যাট থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করে।
মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুন জানান, গত মাসে শেখা আক্তার ওই ফ্ল্যাটে ওঠেন। তিনি শাহিন দেওয়ানের দ্বিতীয় স্ত্রী, তবে ছেলে আলভী তার প্রথম স্ত্রীর সন্তান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে শেখা আক্তার আত্মহত্যার পথ বেছে নেন এবং একইসঙ্গে তার দুই সন্তানের জীবনও শেষ হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।