গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর শ্রীপুর পৌর শাখার ৪ নম্বর ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) ভাংনাহাটি পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, শ্রীপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আহসান কবির, শ্রীপুর পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি আবুল মনসুর মন্ডল, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আফাজ উদ্দিন মোল্লা, সাফায়েত হোসেন আকন্দ সহ অন্যান্য নেতৃবৃন্দ।