মোঃ নুর-বীন আব্দুর রহমান রাহাত | ১৭ সেপ্টেম্বর ২০২৫
ঢাকা: বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন ঘিরে ছাত্র সংগঠনগুলোর সেবাধর্মী কর্মকাণ্ডের পেছনে অর্থায়নের উৎস নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে ছাত্র সংগঠনগুলো শিক্ষার্থীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প, বিশুদ্ধ পানির ব্যবস্থা, ইফতার ও জিয়াফতের মতো কার্যক্রম পরিচালনা করছে, যার ফলে তাদের জনপ্রিয়তা বাড়ছে। তবে এসব উদ্যোগের অর্থায়ন কোথা থেকে আসছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
প্রথম আলোর কলাম লেখক আলতাফ পারভেজের এক বিশ্লেষণ অনুসারে, ছাত্র সংগঠনগুলো এখন শুধু কর্তৃপক্ষের ওপর নির্ভরশীল নয়, বরং বাইরের উৎস থেকে অর্থ সংগ্রহ করে শিক্ষার্থীদের মধ্যে কাজ করছে।
এ প্রসঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ বলেন, "এসব সেবাধর্মী কাজের অর্থায়ন কোথা থেকে আসছে, কারা দিচ্ছে—এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ।" তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পক্ষে হঠাৎ করে ওয়াশিং মেশিন কিনে হলে বসানো বা গরু কিনে জিয়াফতের আয়োজন করা সম্ভব নয়।
শুভ মনে করেন, এসব কর্মকাণ্ডের পেছনে বাইরের অর্থায়ন জড়িত এবং এটি নিছক শিক্ষার্থীবান্ধব উদ্যোগ নয়, বরং এর সঙ্গে বৃহত্তর রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ জড়িত। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, এর প্রভাবে ভবিষ্যতে জাতীয় পর্যায়েও অনেক সংগঠন একই ধরনের কৌশল অবলম্বন করতে পারে।