ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ, যানজটমুক্ত করতে অভিযান

INFO TODAY বাংলা

ভালুকা, ময়মনসিংহ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ ও ভাসমান দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। আজ সোমবার (২২ সেপ্টেম্বর, ২০২৫) উপজেলার ভরাডোবা এলাকায় পরিচালিত এই অভিযানে সড়কের জায়গা দখলমুক্ত করে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়।

দীর্ঘদিন ধরে মহাসড়কের পাশে অস্থায়ী এসব দোকানপাটের কারণে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। এই সমস্যার সমাধান করতে উপজেলা প্রশাসনের নেতৃত্বে সওজ বিভাগ ও পুলিশের একটি দল অভিযান শুরু করে। এসময় বুলডোজার দিয়ে সড়কের পাশের বিভিন্ন অবৈধ স্থাপনা ও দোকানপাট ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেওয়া ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ততম একটি সড়ক। অবৈধভাবে জায়গা দখলের কারণে দীর্ঘদিন ধরে এখানে যানজট, দুর্ঘটনা এবং মানুষের ভোগান্তি তৈরি হচ্ছিল। আমরা এই সমস্যা সমাধানে বদ্ধপরিকর। আজকের অভিযান তারই একটি অংশ। মহাসড়কের জায়গা দখলমুক্ত রাখতে এই কার্যক্রম নিয়মিতভাবে চলবে।”

অভিযানকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন, সড়ক ও জনপদ বিভাগের ময়মনসিংহ উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মোফাকখারুল ইসলাম এবং ভালুকা থানা পুলিশের সদস্যরা।

স্থানীয় বাসিন্দারা এই অভিযানের প্রশংসা করে বলেন, এতে মহাসড়কে যানজট অনেকাংশেই কমে আসবে। তবে তারা একইসঙ্গে প্রশাসনের কাছে নিয়মিত নজরদারি চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছেন, যাতে দখলদাররা পুনরায় স্থাপনা নির্মাণ করতে না পারে।

সত্যের সাথে, সময়ের সাথে – ইনফো টুডে বাংলা

সময়োপযোগী খবর ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করার একটি নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম
To Top