শেষ ঠিকানার কারিগর মনু মিয়া আর নেই । ৫০ বছরে বিনা পারিশ্রমিকে ৩ হাজার কবর খনন করেছিলেন তিনি

INFO TODAY BANGLA

 




কিশোরগঞ্জের ইটনায় তিন হাজারেরও বেশি কবর বিনা পারিশ্রমিকে খনন করে 'শেষ ঠিকানার কারিগর' হিসেবে পরিচিত মনু মিয়া।  
আজ, শনিবার ২৮ জুন, সকালে জয়সিদ্দি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগ ও ডায়াবেটিসে ভুগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মনু মিয়া, মৃত্যু কালে উনার বয়স হয়েছিলো আনুমানিক ৬৭ বছর।  
মনু মিয়ার মৃত্যু তে এলাকাজুড়ে শোকের ছায়া নামিয়েছে। 
জীবনের প্রায় অর্ধশত বছর তিনি নিঃস্বার্থভাবে এই মহৎ কাজটি করে গেছেন, বিনিময়ে কখনো কিছু গ্রহণ করেননি। এমনকি গত ১৪ ই মে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং চিকিৎসা শেষে কিছুটা সুস্থতাবোধ করলে বাড়িতে ফিরিয়ে আনা হয়, কিন্তু আজ সকাল থেকে তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। 
অসুস্থ থাকাকালীন মাস খানেক আগে তার ঘোড়াটি দুর্বৃত্তদের হাতে মারা গেলেও তিনি সৃষ্টিকর্তার ইচ্ছাকে মেনে নিয়েছিলেন এবং কারো সাহায্য গ্রহণে অস্বীকৃতি জানিয়েছিলেন। 
নিঃসন্তান এই গুণী ব্যক্তি নিজের স্বাস্থ্য অবহেলা করে অন্যের সেবায় ব্রতী ছিলেন। 
তার বাবা ফরহাদ আহমেদ চৌধুরী কাঞ্চন, যিনি দ্বিতীয় সংসদে কিশোরগঞ্জ ৪ আসনের বি এন পি এর এম পি ছিলেন, গত বছর ৮ ই জুন যার কবরও মনু মিয়া খনন করেছিলেন। তার মৃত্যুতে এলাকাবাসী একজন সত্যিকারের সেবাপ্রেমী মানুষকে হারালো।

Video Link _ YouTube

সত্যের সাথে, সময়ের সাথে – ইনফো টুডে বাংলা

সময়োপযোগী খবর ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করার একটি নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম
To Top