ভালুকায় গেজেটভুক্ত বনভূমি দখলের চেষ্টা, পাঁচজন আটক

INFO TODAY BANGLA


ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী মৌজার ১১০ নম্বর দাগে গেজেটভুক্ত সরকারি বনভূমিতে অবৈধভাবে সীমানা প্রাচীর নির্মাণের সময় বনবিভাগ অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে। শনিবার, ২৮ জুন দুপুরে ভালুকা রেঞ্জের আওতাধীন এই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়।

বনবিভাগ সূত্রে জানা গেছে, অভিযানের সময় ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে জবরদখল কাজে ব্যবহৃত কোদাল, বেলচা, ইট, সিমেন্টসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী। আটককৃত পাঁচজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ভালুকা রেঞ্জ কর্মকর্তা মোঃ হারুন উর রশীদ খান জানান, সরকারি বনভূমিতে অবৈধ দখল প্রতিরোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, গেজেটভুক্ত বনভূমিতে যেকোনো ধরনের নির্মাণ সম্পূর্ণ বেআইনি এবং এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অবস্থান নেওয়া হবে।

VIDEO LINK - YOUTUBE


 

সত্যের সাথে, সময়ের সাথে – ইনফো টুডে বাংলা

সময়োপযোগী খবর ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করার একটি নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম
To Top