ভালুকায় এনসিপির তিন মাস মেয়াদি সমন্বয় কমিটি গঠন

INFO TODAY BANGLA

 


ভালুকা, ময়মনসিংহ | ২৮ জুন, ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার জন্য তিন মাস মেয়াদি একটি সমন্বয় কমিটি গঠিত হয়েছে। ২৮ জুন তারিখে প্রকাশিত এক আনুষ্ঠানিক ঘোষণায় এ তথ্য জানানো হয়।

ঘোষিত কমিটিতে আশরাফ উদ্দিন-কে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। যুগ্ম সমন্বয়কারী হিসেবে মনোনীত হয়েছেন মোস্তাফিজুর রহমান, শহর ঢালী, শাহ মাহতাব উদ্দিন, শেখ মোস্তাক আহমেদ, মোঃ লোকমান হেকিম এবং মুফতি হাবিব জিহাদী। এছাড়া, কমিটিতে মোঃ বিপ্লব খান সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

সংগঠনের পক্ষ থেকে দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, সমন্বয় কমিটির সদস্যরা শুধুমাত্র দলের সাংগঠনিক স্বার্থে কাজ করবেন। কোনো সদস্যের বিরুদ্ধে দলের নাম ব্যবহার করে ব্যক্তিগত বা ব্যবসায়িক স্বার্থে সম্পৃক্ততার প্রমাণ মিললে তা দলীয়ভাবে গ্রহণযোগ্য হবে না এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সিদ্ধান্তকে ভালুকায় এনসিপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


VIDEO LINK - YOUTUBE

সত্যের সাথে, সময়ের সাথে – ইনফো টুডে বাংলা

সময়োপযোগী খবর ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করার একটি নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম
To Top