অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের অভিযান: রূপগঞ্জ ও ভালুকায় সংযোগ বিচ্ছিন্ন

INFO TODAY BANGLA


তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নে ধারাবাহিক অভিযানে নারায়ণগঞ্জ ও ভালুকায় সফলতা অর্জন।


তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি সারা দেশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে সোমবার (৮ জুলাই) নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও ময়মনসিংহের ভালুকায় একযোগে বড় ধরনের উচ্ছেদ অভিযান চালানো হয়।

রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৪১৫টি বাড়িতে মোট ৯২৫টি অবৈধ বার্নার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই অভিযানে ৩ ইঞ্চি ডায়ামিটারের একটি পরিত্যক্ত বিতরণ লাইন থেকে মাছরাঙা কয়েল ফ্যাক্টরির ২ ইঞ্চি ডায়া বিশিষ্ট একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ২৩০ ফুট দৈর্ঘ্যের বিভিন্ন ব্যাসের পাইপলাইন অপসারণ ও উৎস পয়েন্ট থেকে ক্যাপিং করা হয়।

এছাড়া ভালুকায় পরিচালিত পৃথক এক অভিযানে বকেয়া পরিশোধ না করায় ২টি আবাসিক সংযোগের ৩টি ডাবল বার্নার এবং অনুমোদিত সংখ্যার অতিরিক্ত বার্নার ব্যবহারের দায়ে ৬টি আবাসিক সংযোগের আরও ৮টি ডাবল বার্নারসহ মোট ১১টি বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একইসঙ্গে, মুন্সিগঞ্জের মেসার্স আল মদিনা বোর্ড মিল-এ অবৈধভাবে বাইপাস লাইন ব্যবহার করে গ্যাস গ্রহণ করায় ওই প্রতিষ্ঠানের সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের ৮ জুলাই পর্যন্ত সারা দেশে পরিচালিত অভিযানে ২৬৯টি শিল্প, ২৫৮টি বাণিজ্যিক এবং ৪৪,৮৬৪টি আবাসিক সংযোগসহ মোট ৪৫,৩৯১টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পাশাপাশি, ৯৮,১৪৭টি বার্নার অপসারণ ও ১৮৬ কিলোমিটার পাইপলাইন জব্দ/ক্যাপিং করা হয়েছে।

তিতাসের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্যাস অপচয় রোধ, জননিরাপত্তা নিশ্চিত এবং ন্যায্য সরবরাহ বজায় রাখতে এই অভিযান আরও জোরদার করা হবে।

VIDEO LINK - YouTube

সত্যের সাথে, সময়ের সাথে – ইনফো টুডে বাংলা

সময়োপযোগী খবর ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করার একটি নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম
To Top