বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। একইসঙ্গে দেশের সব বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার (৯ জুলাই) সকালে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ৯টা পর্যন্ত রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ের মধ্যে চারটি বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
এরপরের দিনগুলোতেও একই প্রবণতা অব্যাহত থাকবে। শুক্রবার (১১ জুলাই) থেকে রোববার (১৩ জুলাই) পর্যন্ত দেশের প্রায় সব বিভাগের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
এ সময়ে সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা একদিকে কিছুটা বাড়তে পারে, অন্যদিকে সপ্তাহ শেষে তা আবার কিছুটা কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আগামী পাঁচদিন বৃষ্টিপাতের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।