ময়মনসিংহের ভালুকা উপজেলায় কাদিগড় জাতীয় উদ্যান থেকে বুধবার (৯ জুলাই, ২০২৫) সকালে মুস্তফা (২৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ত্রিশাল উপজেলার বাসিন্দা এবং ভালুকার ৯ নং কাচিনা ইউনিয়নের পালগাঁও গ্রামে তার শ্বশুরবাড়িতে থাকতেন। মুস্তফার শ্বশুর খালেক। তিনি খালেকের দ্বিতীয় মেয়ে লিপি আক্তারের স্বামী।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কাদিগড় জাতীয় উদ্যানে একটি গাছে মুস্তফার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহ উদ্ধার করে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা, তা ময়নাতদন্ত প্রতিবেদন এবং পুলিশের বিস্তারিত তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে। পুলিশ ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছে এবং মুস্তফার পরিবার ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মুস্তফার মৃত্যু নিয়ে রহস্য দানা বেঁধেছে। স্থানীয়রা আশা করছেন, দ্রুততম সময়ের মধ্যে এই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটিত হবে।