ভালুকায় মাহিন্দ্রার সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত ২

INFO TODAY BANGLA

ময়মনসিংহের ভালুকায় মাহিন্দ্রা গাড়ির সাথে দু’টি মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

ভালুকা, ময়মনসিংহ 

মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

ময়মনসিংহের ভালুকায় মাহিন্দ্রা গাড়ির সঙ্গে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে মো. তায়িফ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। নিহত তায়িফ ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের ডিমাইলপাড়া গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে এবং তিনি একজন মোটরসাইকেল চালক ছিলেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার (২৮ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার বিরুনীয়া ইউনিয়নের গোয়ারী মুক্তির বাজার এলাকায় ভালুকা-গফরগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটে। একটি মাহিন্দ্রা (ট্রাক) গফরগাঁওয়ের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের সঙ্গে মাহিন্দ্রাটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে তায়িফ ও অপর দুই আরোহী সড়কে ছিটকে পড়েন। এর মধ্যে চলন্ত মাহিন্দ্রার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তায়িফ। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

তাৎক্ষণিকভাবে ভালুকা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে একজনের পরিচয় আবদুল হাকিম, তিনি ভালুকা বাজারের একজন ব্যবসায়ী এবং বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, দুর্ঘটনায় নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সত্যের সাথে, সময়ের সাথে – ইনফো টুডে বাংলা

সময়োপযোগী খবর ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করার একটি নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম
To Top