হ্নীলা খরের দ্বীপে দুর্বৃত্তদের গুলিবর্ষণ, পালিয়ে গেল মিয়ানমারে
কক্সবাজার || ২৭ আগস্ট ২০২৫, বুধবার
কক্সবাজারের টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৩টার দিকে হ্নীলা ইউনিয়নের নাফ নদীর খরের দ্বীপ এলাকায় এ অভিযান চালানো হয়।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন রাতে সাংবাদিকদের জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি বিশেষ অভিযান চালায়। এসময় বিজিবি সদস্যদের লক্ষ্য করে দুর্বৃত্তরা ২–৩ রাউন্ড গুলি ছুড়ে মিয়ানমারের ভেতরে নৌকাযোগে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল তল্লাশি করে ৮টি আগ্নেয়াস্ত্র, ৮টি ম্যাগাজিন এবং ৫০৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি টেকনাফ থানায় জমা দিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তা।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় অস্ত্র ও মাদক পাচার রোধে তাদের অভিযান আরও জোরদার করা হবে।