বগুড়া | শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
আটক আসামিকে আদালতে পাঠাতে বিলম্ব এবং ‘আতিথেয়তা’ প্রদানের অভিযোগে বগুড়ার নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলামসহ তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে রাজশাহী রেঞ্জ ডিআইজি ও বগুড়ার পুলিশ সুপারের নির্দেশে এ পদক্ষেপ নেওয়া হয়।
প্রত্যাহার হওয়া কর্মকর্তাদের মধ্যে ওসি মোজাহারুল ইসলামকে রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) এবং এসআই নাজমুল হককে বগুড়া পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। এছাড়া, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু মুসাকে গাবতলী থানায় বদলি করা হয়েছে।
জানা যায়, গত ২৪ আগস্ট সকালে নন্দীগ্রাম উপজেলা জাসদের সদস্য সচিব এ কে এম মাহবুবার রহমান রুস্তমকে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে পাওনাদার ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা আটক করে পুলিশে দেন। এ কে এম রুস্তম সাবেক এমপি এ কে এম রেজাউল করিম তানসেনের ছোট ভাই এবং উপজেলা পল্লী উন্নয়ন (বিআরডিবি) সমিতির সভাপতি।
নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার জানান, পুলিশ সকাল ১০টার দিকে রুস্তমকে আটক করলেও তাকে আদালতে পাঠাতে গড়িমসি করে। তাদের অভিযোগ, থানায় রুস্তমকে আতিথেয়তা দেওয়া হচ্ছিল। এই খবর জানার পর বিএনপির নেতাকর্মীরা থানায় গেলে পরদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
অন্যদিকে, নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা এসআই সাইফুল ইসলাম জানান, রুস্তমের নামে থানায় কোনো মামলা ছিল না। একটি মামলায় অন্য এক রুস্তম আলীকে আসামি করা হয়েছিল, কিন্তু বাবার নাম না মেলায় সময় লেগেছিল। পরে জানুয়ারিতে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
তবে বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা জানিয়েছেন, এই প্রত্যাহারের সঙ্গে জাসদ নেতা রুস্তমের গ্রেপ্তারের কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, থানা পুলিশকে পুনর্বিন্যাস করা হচ্ছে যাতে জনগণের সেবা নিশ্চিত করা যায়।