ময়মনসিংহ, শেরপুর | শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
শেরপুর: শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় পৃথক অভিযানে ৫৫ বোতল ভারতীয় বিদেশি মদসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৯ আগস্ট) রাতে উপজেলার সীমান্তঘেঁষা সন্ধ্যাকুড়া এলাকায় এই অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন সন্ধ্যাকুড়ার কুখ্যাত মাদক সম্রাট রাসেল মিয়া (২৮), সাকিব আল হাসান (১৯), সেলিম মিয়া (২৩), শাহাদাত হোসেন এবং অটোচালক মোহাম্মদ আলী ওরফে আরমান (২৯)।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের দুটি দল আলাদাভাবে অভিযান পরিচালনা করে। প্রথমে মাদক সম্রাট রাসেলের বাড়ি ঘেরাও করে তার স্বীকারোক্তি অনুযায়ী খাটের নিচ থেকে ৩০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এরপর বাকি চারজনের কাছ থেকে আরও ২৫ বোতল মদ এবং একটি অটোরিকশা জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, আটক রাসেল মিয়ার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে ১৯টি মামলা চলমান রয়েছে।
এ বিষয়ে ওসি মো. আল আমিন বলেন, "জেলা পুলিশ সুপার আমিনুল স্যারের নির্দেশনায় সীমান্ত এলাকায় মাদক নির্মূলে আমরা দিনরাত কাজ করছি। মাদক চক্র যতই শক্তিশালী হোক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে এবং মাদক নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে।"