আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার বার্তা তৃণমূলে পৌঁছে দিতে ময়মনসিংহের ভালুকায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২২ আগস্ট) উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর যৌথ উদ্যোগে এই সভা আয়োজিত হয়।
হবিরবাড়ী ইউনিয়নের সোনার বাংলা স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সালাম। সভাটি সঞ্চালনা করেন হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল আলম সোহাগ মাস্টার ও প্রভাষক মুহাম্মদ রফিকুল ইসলাম লিটন। অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম শহিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ (দক্ষিণ) জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোঃ মজিবুর রহমান মজু, স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ মোস্তাফিজুর রহমান মামুন, উপজেলা মহিলা দলের সহ-সভাপতি খালেদা নার্গিস এবং হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আলহাজ্ব আবু সাঈদ জুয়েল।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান সরকার দেশকে একদলীয় শাসনের দিকে ঠেলে দিয়েছে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা এখন সময়ের দাবি। তারা আসন্ন নির্বাচনে জনগণের অংশগ্রহণে দলের শক্তি আরও সুসংহত করার আহ্বান জানান।
সভায় উপজেলা ও স্থানীয় পর্যায়ের বিএনপি এবং সহযোগী সংগঠনের আরও অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।