ভালুকা, ময়মনসিংহ | বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
ভালুকা: ময়মনসিংহের ভালুকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও পিকআপসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) ভোর ৪টা ৫ মিনিটে উপজেলার কাঠালী সততা ফিড মিলের সামনে থেকে তাদের হাতে-নাতে গ্রেফতার করা হয়।
ভালুকা মডেল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই গোবিন্দ দাস ও তার সঙ্গীয় ফোর্স জানতে পারেন যে, একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। তারা ওই এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন: মো. সাইফুল ইসলাম (৩৮), মো. মনির হোসেন (২৮), মো. শাহজাহান মিয়া (২৭), শিপন মিয়া (২৩), মো. আব্দুল মমিন রুমন (২৪), এবং শহিদুল ইসলাম (৩০)। তাদের মধ্যে তিনজন মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার এবং একজন ময়মনসিংহ জেলার বাসিন্দা।
এ সময় তাদের কাছ থেকে দুটি ধারালো দা, দুটি কালো রঙের টর্চ লাইট, একটি হেক্সো ব্লেড, একটি লোহার পাইপ (যার দৈর্ঘ্য প্রায় ২০ ইঞ্চি), একটি লম্বা রশি (যার দৈর্ঘ্য প্রায় ১০ ফুট) এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় একটি ডাকাতি প্রস্তুতি মামলা (মামলা নং- ১৭, তারিখ-০৯/০৯/২০২৫, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড ১৮৬০) দায়ের করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।