মাহবুব হাসান, ঝালকাঠি | রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
ঝালকাঠি: পাওনা টাকা চাইতে গিয়ে ঝালকাঠির নেছারাবাদ উপজেলায় চার যুবককে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে একটি সমবায় সমিতির বিরুদ্ধে। গত শনিবার রাতে নেছারাবাদ উপজেলার জলাবাড়ি ইউনিয়নের আঁতা সমবায় সমিতিতে এ ঘটনা ঘটে। আহত যুবকরা বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আহতরা হলেন বাঁধন হালদার (৩০), চঞ্চল ঢালী (২৯), সঞ্জয় হালদার (২২) এবং হৃদয় গাইন (২২)। তারা জানিয়েছেন, প্রায় সাত বছর আগে উচ্চ মুনাফার লোভে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা জমা রেখেছিল আঁতা সমবায় সমিতি। কিন্তু বর্তমানে তারা গ্রাহকদের টাকা ফেরত দিচ্ছে না। শনিবার রাতে আহত যুবকরা তাদের জমানো টাকা চাইতে গেলে সমিতির পরিচালক গালিগালাজ করেন। একপর্যায়ে তিনি ও তার কর্মচারীরা মিলে জিআই পাইপ, চেয়ার ও লাঠিসোঁটা দিয়ে তাদের বেধড়ক পিটিয়ে জখম করেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করান।
আহত যুবকদের ভাষ্য অনুযায়ী, বাঁধন হালদার এক লাখ ৭০ হাজার টাকা, হৃদয় গাইন দুই লাখ ৪৬ হাজার টাকা, চঞ্চল ঢালী চার লাখ টাকা এবং মিলন এদবর ১২ লাখ টাকা পাবেন বলে দাবি করেছেন।
এ বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি আমিন জানান, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।