সাঘাটায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫ লাখ টাকা জরিমানা

INFO TODAY বাংলা

মোঃ আসাদুল ইসলাম, সাঘাটা, গাইবান্ধা, রংপুর | মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটা উপজেলায় যমুনা নদীর তীর ঘেঁষে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর, ২০২৫) বিকেলে টানা চার ঘণ্টাব্যাপী এই অভিযানে এক বালু ব্যবসায়ীকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সাঘাটার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) গাজী মুইদুর রহমান এই অভিযানের নেতৃত্ব দেন। এতে সেনাবাহিনীর ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সদস্যরা প্রত্যক্ষ সহযোগিতা প্রদান করেন। মুন্সিরহাটের উত্তর পাশে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু ব্যবসায়ী জীবন রহমান সবুজকে নগদ ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় একটি বাল্ক হেড, দুটি চার সিলিন্ডারের মেশিন, একটি শ্যালো পাম্প মেশিন, দুটি ট্রাক্টর এবং একটি ট্রলি জব্দ করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) গাজী মুইদুর রহমান সাংবাদিকদের বলেন, ড্রেজার মেশিন ব্যবহার করে যারা অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবেশের ক্ষতি করছে, তাদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

জানা গেছে, জরিমানা করা ব্যবসায়ী জীবন রহমান সবুজ আওয়ামী লীগের সহযোগী সংগঠন 'শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ'-এর সাঘাটা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সত্যের সাথে, সময়ের সাথে – ইনফো টুডে বাংলা

সময়োপযোগী খবর ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করার একটি নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম
To Top