এইচএসসি পরীক্ষার কেন্দ্র চরভদ্রাসনে ফিরিয়ে আনার দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

INFO TODAY বাংলা


চরভদ্রাসন, ফরিদপুর, ঢাকা । রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

চরভদ্রাসন, ফরিদপুর: ফরিদপুরের চরভদ্রাসনে এইচএসসি পরীক্ষার কেন্দ্র অন্যত্র সরিয়ে নেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। কেন্দ্রটি তাদের নিজ উপজেলায় ফিরিয়ে আনার দাবিতে আজ, রবিবার (১৪ সেপ্টেম্বর, ২০২৫) সকাল ১১টায় প্রায় ৫০ জন শিক্ষার্থী বৃষ্টির মধ্যেই চরভদ্রাসন বাজার ব্রিজের সামনে অবস্থান নিয়ে প্রায় আধঘণ্টা ধরে সড়ক অবরোধ করে রাখে।

শিক্ষার্থীদের অভিযোগ, চরভদ্রাসন থেকে অন্য উপজেলায় গিয়ে পরীক্ষা দেওয়া তাদের জন্য খুবই কষ্টসাধ্য হবে। যাতায়াতের সময় সড়ক দুর্ঘটনার ঝুঁকি রয়েছে, যা তাদের নিরাপত্তার জন্য বড় হুমকি। বিশেষ করে, কলেজের প্রায় এক-তৃতীয়াংশ নারী শিক্ষার্থী হওয়ায় তাদের অভিভাবকেরা নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। এছাড়া, শালেপুর চরসহ বিভিন্ন এলাকার শিক্ষার্থীদের নৌকা বা ট্রলারে করে নদী পার হয়ে কলেজে আসতে হয়। তাই দূরে কেন্দ্র হলে সময় মতো পৌঁছানো তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়বে।

শিক্ষার্থীরা জানায়, তারা এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বললেও কোনো সুনির্দিষ্ট আশ্বাস পাননি। তাই বাধ্য হয়ে তারা এই অবরোধ কর্মসূচি পালন করেছেন। তাদের দাবি না মানা হলে আগামী মঙ্গলবার থেকে শাটডাউন কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা।

এ প্রসঙ্গে চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নিখিল রঞ্জন বিশ্বাস বলেন, শিক্ষার্থীরা যে বাস্তব সমস্যার মুখোমুখি হবে, আন্দোলনের মাধ্যমে তারা সে বিষয়টিই তুলে ধরেছে। তিনি মনে করেন, পরীক্ষার কেন্দ্র সদরপুরে সরিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন বলেন, পরীক্ষাকেন্দ্র নির্ধারণের ক্ষমতা স্থানীয় প্রশাসনের হাতে নেই। এখানে একটি মাত্র কলেজ থাকায় সরকারি সিদ্ধান্তেই কেন্দ্র অন্যত্র যাওয়ার সম্ভাবনা আছে। তবে কোথায় কেন্দ্রটি স্থাপন করা হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। এটি শিক্ষা বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। শিক্ষার্থীদের সমস্যার কথা স্বীকার করে তিনি জানান, এ বিষয়ে শিক্ষা বোর্ডে চিঠি পাঠানো হবে।

সত্যের সাথে, সময়ের সাথে – ইনফো টুডে বাংলা

সময়োপযোগী খবর ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করার একটি নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম
To Top