মাহবুব হাসান, ঝালকাঠি, বরিশাল | রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর মো. সরোয়ার হোসেন তালুকদারের মায়ের জানাজার নামাজ আজ সম্পন্ন হয়েছে। মাওলানা নাসির উদ্দিন জানাজার নামাজ পরিচালনা করেন।
জানাজায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুল হক নান্নু, ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল এবং সাধারণ সম্পাদক মো. সেলিম গাজিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত সকলে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন।