দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়ীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করেছেন সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
দিনাজপুরের ফুলবাড়ীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে স্থানীয় পূজামণ্ডপগুলো পরিদর্শন করেছেন সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টার দিকে তারা বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখেন এবং আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন।
সেনাবাহিনীর খোলাহাটি ক্যান্টনমেন্টের ৭ হর্স ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল পিএসসি শেখ আরমান ইবনে ইদ্রিস ও ক্যাপ্টেন এস এম মাহিম জামান এ সময় উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসাহাক আলী।
কেন্দ্রীয় কালি মন্দির দুর্গাপূজা মণ্ডপ, শিব মন্দির পূজা মণ্ডপ ও ফ্রেন্ডস ক্লাব পূজা মণ্ডপসহ একাধিক স্থানে কর্মকর্তারা গিয়ে পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় ফুলবাড়ী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি আনন্দ কুমার গুপ্তা, সদস্য সচিব রতন চক্রবর্তী, পুরোহিত ও স্থানীয় আয়োজকরা উপস্থিত ছিলেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে কর্মকর্তারা সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, মণ্ডপের ব্যবস্থাপনা ও দর্শনার্থীদের জন্য নেওয়া উদ্যোগ সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে আয়োজকদের শারদীয় শুভেচ্ছা জানান।
এবার ফুলবাড়ী উপজেলায় মোট ৬২টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছে উপজেলা পূজা উদযাপন পরিষদ।