ভালুকায় গৃহবধূর মৃত্যু: গর্ভপাতের ঔষধ খাওয়ানোর অভিযোগে স্বামী-শাশুড়ি আটক

INFO TODAY বাংলা

ময়মনসিংহের ভালুকা উপজেলার পানিহাদি গ্রামে গর্ভপাতের ঔষধ খাওয়ানোর পর অতিরিক্ত রক্তক্ষরণে সুমি আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে; এ ঘটনায় তার স্বামী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।

ময়মনসিংহের ভালুকা উপজেলায় গর্ভপাতের ঔষধ খাওয়ানোর পর এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহতের নাম সুমি আক্তার (২৫)। এ ঘটনায় নিহতের স্বামী সিয়াম ও শাশুড়ি খাদিজা খাতুনকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ। ঘটনাটি ঘটে পানিহাদি গ্রামে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যায় সুমিকে কৌশলে গর্ভপাতের ঔষধ খাওয়ান তার শাশুড়ি খাদিজা খাতুন। এরপর সুমি অসুস্থ হয়ে পড়লে স্বামী সিয়াম, শাশুড়ি খাদিজা ও ননাশের জামাই শাহীন তাকে ভালুকা সরকারি হাসপাতালের ইউসিসি ভবনে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা ডিএনসি (ডাইলেশন অ্যান্ড কিউরেটেজ) করার পর তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

তবে পরিবার তাকে হাসপাতালে না নিয়ে বাড়িতে ফিরিয়ে আনে। পরদিন রোববার (২১ সেপ্টেম্বর ২০২৫) দিবাগত রাত ২টার দিকে অতিরিক্ত রক্তক্ষরণে সুমি আক্তারের মৃত্যু হয়।

সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের স্বামী সিয়াম ও শাশুড়ি খাদিজাকে আটক করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সত্যের সাথে, সময়ের সাথে – ইনফো টুডে বাংলা

সময়োপযোগী খবর ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করার একটি নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম
To Top