দিনাজপুর, রংপুর: দিনাজপুরের বিরামপুর উপজেলার নরহরিপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রবাসী আতাউর রহমানের ৫৪টি আমের গাছ কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর, ২০২৫) রাতের অন্ধকারে এই ঘটনা ঘটে। এতে প্রায় ৩৫ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীর স্ত্রী।
ভুক্তভোগী মোছা. মুক্তা বানু জানান, ওয়ারিশ ও ক্রয়সূত্রে পাওয়া বিরামপুর মৌজার ১৫৩ খতিয়ানের ১১২ দাগের জমিতে বাউন্ডারি ওয়াল দেওয়ার পর থেকেই প্রতিবেশী মানিরুল, শামীম, মনজুরুল ইসলাম এবং ফজলু তাদের হুমকি দিয়ে আসছিলেন। তিনি অভিযোগ করেন, তারা রাতের অন্ধকারে মুক্তা বানু ও তার পরিবারের লোকজনকে পেলে মেরে লাশ গুম করে ফেলারও হুমকি দিয়েছিলেন। এর কিছুদিন পরেই এই আমের গাছগুলো কেটে ফেলা হয়।
এ ঘটনার পর মুক্তা বানু বিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় সচেতন মহল গাছ কেটে ফেলার এই ঘটনাকে জঘন্য অপরাধ হিসেবে নিন্দা জানিয়েছেন। তারা দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আতাউর রহমান বলেন, “আমরা অভিযোগ পেয়েছি এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”