উত্তরা ভালুকা সমিতির উদ্যোগে ভালুকার শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ গাছ বিতরণ

INFO TODAY বাংলা


ভালুকা, ময়মনসিংহ | মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫ 

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করার লক্ষ্যে ঢাকার উত্তরা ভালুকা সমিতির উদ্যোগে ভালুকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভালুকার বেশ কয়েকটি স্কুল ও কলেজে এই কার্যক্রম পরিচালিত হয়।

এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঈমুল করিম জান্নাত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কায়সার আহমেদ কাজল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আতিক উল্লাহ বাহার।

উত্তরা ভালুকা সমিতির সদস্যরা জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বাড়ানোর জন্য তারা এই উদ্যোগ নিয়েছেন। ফলজ গাছের চারা বিতরণের মাধ্যমে শিক্ষার্থীরা যেমন উপকৃত হবে, তেমনি পরিবেশের উন্নতিতেও এটি ভূমিকা রাখবে।

এ সময় উত্তরা ভালুকা সমিতির পক্ষে আরও উপস্থিত ছিলেন আসাদ খান, মাজহারুল ইসলাম আপন, সাহেবুল আলম শাওন এবং শরীফ হাসান। উপস্থিত অতিথিরা উত্তরা ভালুকা সমিতির এমন জনহিতকর কাজের প্রশংসা করেন এবং এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।

সত্যের সাথে, সময়ের সাথে – ইনফো টুডে বাংলা

সময়োপযোগী খবর ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করার একটি নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম
To Top