মহেশপুরে বিচারকাজ বন্ধ, দুর্ভোগে বিচারপ্রার্থীরা

INFO TODAY বাংলা


মহেশপুর (ঝিনাইদহ) থেকে | মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ 

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকাজ গত চার দিন ধরে বন্ধ রয়েছে, যার ফলে শত শত বিচারপ্রার্থী চরম দুর্ভোগে পড়েছেন। আদালতের এজলাসসহ সব কক্ষে তালা ঝোলানো থাকায় নির্দিষ্ট তারিখে হাজিরা দিতে এসে অনেকেই ফিরে যেতে বাধ্য হচ্ছেন।

আদালতের নাজির হাবিবুর রহমান জানান, মহেশপুর আদালতের বিচারক শ্রাবণী দাস মাতৃকালীন ছুটির আগেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আট মাসের জন্য মেডিকেল ও মাতৃকালীন ছুটি নিয়েছেন। এ কারণে বর্তমানে মহেশপুর আদালতের বিচারিক কার্যক্রম ঝিনাইদহ চিফ জুডিশিয়াল আদালতে পরিচালনা করা হচ্ছে।

ভুক্তভোগী বিচারপ্রার্থীরা দ্রুত এই সমস্যার সমাধান চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। গত ১৪ সেপ্টেম্বর ঢাকা থেকে আসা এক মামলার সাক্ষী মিজানুর রহমানকেও বিচারকাজ বন্ধ থাকার কারণে ফিরে যেতে হয়েছে।

সত্যের সাথে, সময়ের সাথে – ইনফো টুডে বাংলা

সময়োপযোগী খবর ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করার একটি নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম
To Top