ভালুকা, ময়মনসিংহ: বিএনপির আদর্শের প্রতি অঙ্গীকারের কারণে রাজনৈতিক জীবনে নির্যাতনের শিকার হয়েছেন ভালুকা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক প্রার্থী মোহাম্মদ জাকির হোসাইন রাজু।
মোহাম্মদ জাকির হোসাইন রাজু জানান, ২০১৫ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অবরুদ্ধ থাকাকালীন তিনি রাজপথে সক্রিয় ছিলেন। ওই বছরের ১১ জানুয়ারি রাতে তাকে গ্রেফতার করা হয়। তার অভিযোগ, ১২ ফেব্রুয়ারি থানার দোতলায় নিয়ে তাকে শারীরিক নির্যাতন করা হয় এবং পরে দ্রুত বিচার আইনে কারাগারে প্রেরণ করা হয়। আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করলে, সেই সময়ে নির্যাতনের ফলে তার বাম পায়ে এখনো তীব্র ব্যথা রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, জামিনে মুক্তি পাওয়ার পর তাকে পুনরায় বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখানো হয়। ৭৫ দিন পর জামিন পাওয়ার পর তার কোমরের মাংসপেশিতে রক্ত জমাট বেঁধে সংক্রমণ ধরা পড়ে। চিকিৎসক তাকে দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন। তিনি জানান, তার কোমরে এখনো ১৮টি সেলাইয়ের দাগ রয়েছে। এসব নির্যাতনের চিহ্নকে তিনি দলের প্রতি তার ত্যাগের প্রতীক হিসেবে বিবেচনা করেন।
সাবেক ছাত্রদল নেতা হিসেবে তিনি জানান, ২০০৩ সালে তিনি ছাত্রদলের ২ নম্বর ওয়ার্ডের সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ভালুকা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক প্রার্থী হিসেবে তিনি সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশা করেন। তিনি জোর দিয়ে বলেন, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তিনি বিএনপির আদর্শকে ধারণ করবেন এবং ভবিষ্যতে দল কর্তৃক অর্পিত যে কোনো দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবেন।