শাকিল হোসেন, গাজীপুর, কালিয়াকৈর | বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
গাজীপুর, কালিয়াকৈর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় মহাসড়কে যানজটের প্রধান কারণ হিসেবে আজমেরী পরিবহনকে চিহ্নিত করছেন সাধারণ মানুষ ও অন্যান্য যানবাহনের চালকরা। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর, ২০২৫) সকাল থেকেই এই এলাকায় তীব্র যানজট দেখা দেয়।
স্থানীয়দের অভিযোগ, আজমেরী পরিবহন তাদের রুটিন অনুযায়ী চন্দ্রা থেকে সদরঘাট যাতায়াত করলেও তারা সড়কের যেকোনো স্থানে যত্রতত্র গাড়ি পার্ক করে এবং স্ট্যান্ডের বাইরে যাত্রী ওঠানামা করায়। এর ফলে একদিকে যানজট তৈরি হয়, অন্যদিকে দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যায়। অনেকেই এই পরিবহনকে "মরণফাঁদ" হিসেবে আখ্যা দিয়েছেন।
একজন পথচারী সিয়াম জানান, আজমেরী পরিবহনের বাসগুলো কোনো নিয়ম মানে না। এতে রাস্তায় চলাচল করা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। তিনি আরও অভিযোগ করেন, এই পরিবহনের কর্মীরা স্কুল-কলেজে যাতায়াতকারী শিক্ষার্থীদের সঙ্গে খারাপ ব্যবহার করে।
অন্য একজন গাড়ির চালক বলেন, “আজমেরী পরিবহন যেকোনো জায়গায় গাড়ি থামিয়ে যাত্রী তোলে, এতে আমাদের গাড়ি নিয়ে যেতে অনেক সমস্যা হয়। আমার মনে হয়, সড়কে যানজটের মূল কারণ এই আজমেরী পরিবহন।”
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।