কুড়িগ্রামে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু, চিকিৎসা না পাওয়ার অভিযোগ

INFO TODAY বাংলা


মোঃ সোলায়মান গনি

কুড়িগ্রাম: সাপের ছোবলে লিমা আক্তার (১৪) নামের এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০ সেপ্টেম্বর, ২০২৫) ভোর রাতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের নগরাজপুর গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো শুক্রবার রাতে পরিবারের সঙ্গে ঘুমিয়ে ছিল লিমা। রাত আনুমানিক ৩টার দিকে ঘুম ভাঙলে সে গোয়ালঘরে গরু দেখতে যাওয়ার জন্য বিছানা থেকে ওঠে। এ সময় একটি টিনের বাক্সের ওপর থেকে গোয়ালঘরের চাবি নিতে গেলে একটি বিষধর সাপ তাকে ছোবল দেয়।

পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে লিমাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে সাপের বিষের কোনো চিকিৎসা নেই বলে অভিযোগ করেছেন তারা। স্বজনদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক লিমাকে মৃত ঘোষণা করেন।

লিমার বাবা জানান, তার মেয়েকে কুড়িগ্রাম হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়নি, যে কারণে তাকে রংপুরে নিয়ে যেতে হয়। কিন্তু পথেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা অভিযোগ করেছেন, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে সাপের কামড়ের প্রতিষেধক না থাকায় প্রায়ই রোগীদের রংপুর নিতে হয়, ফলে অনেকে পথেই মারা যায়। সাধারণ মানুষ জেলা পর্যায়ের হাসপাতালে জরুরি ভিত্তিতে সাপের কামড়ের চিকিৎসার ব্যবস্থা ও প্রতিষেধক সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সত্যের সাথে, সময়ের সাথে – ইনফো টুডে বাংলা

সময়োপযোগী খবর ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করার একটি নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম
To Top