মানসিক ভারসাম্যহীন হয়ে শেকলবন্দি জীবন কাটাচ্ছে কিশোর আকাশ

INFO TODAY বাংলা

মোঃ সোলায়মান গনি

কুড়িগ্রাম: কুড়িগ্রামের চিলমারীতে ১৭ বছর বয়সী কিশোর আকাশ মানসিক ভারসাম্যহীনতার কারণে গত তিন মাস ধরে শেকলবন্দি জীবন কাটাচ্ছে। যে বয়সে তার পড়ার টেবিলে থাকার কথা, সেই বয়সে লোহার শেকলে বাঁধা পড়ে আছে সে। পরিবারের দাবি, উন্নত চিকিৎসা করাতে পারলে সে স্বাভাবিক জীবনে ফিরতে পারে।

আকাশ চিলমারী উপজেলার পশ্চিম খরখরিয়া গ্রামের সাজু মিয়া ও আকলিমা দম্পতির সন্তান। প্রায় দুই বছর ধরে সে মানসিক সমস্যায় ভুগছে। এর আগে এক সময় সে হারিয়েও গিয়েছিল। ভালো চিকিৎসার অভাবে তার অবস্থার উন্নতি হয়নি। ঘরের জিনিসপত্র ভাঙচুর ও ক্ষতিকর আচরণের কারণে তার পরিবার বাধ্য হয়ে পায়ে লোহার শেকল পরিয়ে রেখেছে। এর আগে দড়ি পরানো হলে তার পায়ে ক্ষত তৈরি হয়েছিল।


চিকিৎসার ব্যয়ভার বহনের আশ্বাস উপজেলা প্রশাসনের

আকাশের বাবা সাজু মিয়া একজন দিনমজুর। তিনি বলেন, ছেলের চিকিৎসার পেছনে এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার টাকা খরচ হয়েছে, যা তার পক্ষে বহন করা কষ্টকর। তিনি সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা চেয়েছেন।

স্থানীয়রা জানান, আকাশ ছোটবেলা থেকেই ভালো ছেলে ছিল। হঠাৎ তার এই মানসিক সমস্যা দেখা দেয়। উন্নত চিকিৎসা পেলে সে সুস্থ হয়ে উঠবে বলে তারা মনে করেন।

আকাশ নিজে জানায়, সে সুস্থ হয়ে আবার পড়াশোনা করতে চায়। এদিকে, চিলমারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান জানিয়েছেন, আকাশের জন্য একটি প্রতিবন্ধী কার্ডের ব্যবস্থা করা হবে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার চিকিৎসার ব্যয়ভারও বহন করা হবে।

সত্যের সাথে, সময়ের সাথে – ইনফো টুডে বাংলা

সময়োপযোগী খবর ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করার একটি নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম
To Top