পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

INFO TODAY বাংলা

এম এ নকিব নাছরুল্লাহ্ 

পিরোজপুর: সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। রোববার (২১ সেপ্টেম্বর, ২০২৫) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা প্রদান করা হয়।

বিআরটিএ পিরোজপুর সার্কেলের আয়োজনে এবং জেলা প্রশাসকের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা, বরিশাল বিআরটিএ-এর পরিচালক জিয়াউর রহমান এবং পিরোজপুর বিআরটিএ-এর সহকারী পরিচালক মোবারক হোসেন।

এ সময় পিরোজপুর জেলার পাঁচজন এবং ঝালকাঠি জেলার নয়জন ভুক্তভোগী পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা, গুরুতর আহত বা পঙ্গু ব্যক্তিকে ৩ লাখ টাকা এবং আহতদের ১ লাখ টাকা করে অনুদান দেওয়া হয়েছে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অনেক ক্ষতিগ্রস্ত পরিবার সরকারি আর্থিক সহায়তার বিষয়ে জানে না। তাই এ বিষয়ে ব্যাপক প্রচারণার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি আরও বলেন, দুর্ঘটনা কমাতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, যা সঠিকভাবে বাস্তবায়ন হলে দুর্ঘটনা কমে আসবে। অনুষ্ঠানে স্থানীয় বাস মালিক সমিতির নেতারাও উপস্থিত ছিলেন।

সত্যের সাথে, সময়ের সাথে – ইনফো টুডে বাংলা

সময়োপযোগী খবর ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করার একটি নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম
To Top