থানায় মিথ্যা অভিযোগ দিয়ে হেনস্তা করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

INFO TODAY বাংলা

জুয়েল রানা

শ্রীপুর, গাজীপুর: জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা অভিযোগ দিয়ে হেনস্তা করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী। আজ শনিবার (২০ সেপ্টেম্বর, ২০২৫) বিকেলে শ্রীপুর প্লেস ক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম নামের ওই ব্যক্তি তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করেন।

শহিদুল ইসলাম বলেন, বেশ কয়েক বছর আগে তার বাবা আবু হানিফা এবং চাচা নুরুল ইসলাম যৌথভাবে পৈতৃক সূত্রে পাওয়া ৮ গণ্ডা জমি ক্রয় করেন, যার মধ্যে ১ গণ্ডার মালিক তার চাচা। সম্প্রতি তিনি জানতে পারেন, তার চাচা নুরুল ইসলাম তাকে না জানিয়ে সেই ১ গণ্ডা জমি অন্যত্র বিক্রি করার জন্য বায়না করেছেন।

তিনি বলেন, এ বিষয়ে জানতে গেলে তার চাচা তাকে ধাক্কা দেন, এবং এর ফলে তিনি সরে গেলে তার চাচা একটি বাঁশের কঞ্চির ওপর পড়ে সামান্য আঘাত পান। এই ঘটনাকে কেন্দ্র করে তার আরেক চাচা আবুল কাশেম এবং নুরুল ইসলাম তাকে, তার কলেজ পড়ুয়া ছেলে এবং ভাতিজাকে আসামি করে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

শহিদুল ইসলামের অভিযোগ, পুলিশ পাঠিয়ে তাদের হয়রানি করা হচ্ছে এবং তারা বাড়িছাড়া হয়ে আছেন। তিনি দাবি করেন, ঘটনার সময় তার ভাই, ছেলে ও ভাতিজা সেখানে উপস্থিত ছিলেন না।

সংবাদ সম্মেলনের মাধ্যমে শহিদুল ইসলাম এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ঘটনার সুরাহা করার জোর দাবি জানিয়েছেন।

সত্যের সাথে, সময়ের সাথে – ইনফো টুডে বাংলা

সময়োপযোগী খবর ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করার একটি নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম
To Top