ভালুকায় মেশিনচাপা পড়ে শ্রমিকের মৃত্যু

INFO TODAY বাংলা

ভালুকা: ময়মনসিংহের ভালুকায় এক্সিলেন্ট সিরামিক কারখানায় মেশিনচাপা পড়ে মামুন (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০ সেপ্টেম্বর, ২০২৫) বিকেলে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত মামুন গফরগাঁও উপজেলার দুবাসিয়া গ্রামের মানিক মিয়ার ছেলে।

স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, বিকেলে কারখানায় একটি গাড়ি থেকে মেশিন নামানোর সময় সেটি পড়ে গেলে মামুন তার নিচে চাপা পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভালুকা মডেল থানার কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, নিহত শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সত্যের সাথে, সময়ের সাথে – ইনফো টুডে বাংলা

সময়োপযোগী খবর ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করার একটি নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম
To Top