কালিয়াকৈরে চলন্ত ট্রেন থেকে পড়ে এক যুবক নিহত

INFO TODAY বাংলা

শাকিল হোসেন

কালিয়াকৈর: গাজীপুরের কালিয়াকৈরে চলন্ত ট্রেন থেকে পড়ে এক অজ্ঞাত পরিচয় যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর, ২০২৫) সন্ধ্যা ৭টার দিকে হাইটেক সিটি রেলওয়ে স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি ঢাকামুখী ট্রেন হাইটেক সিটি রেলওয়ে স্টেশন পার হওয়ার সময় ওই যুবক চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়েন। রেললাইনের পাশে থাকা সিগন্যাল লাইটের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিনি ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, নিহত যুবকের পরিচয় এখনো জানা যায়নি।

সত্যের সাথে, সময়ের সাথে – ইনফো টুডে বাংলা

সময়োপযোগী খবর ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করার একটি নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম
To Top