দীর্ঘদিনের বকেয়া বেতন নিয়ে গার্ডেনিয়া ওয়েস লিমিটেডের শ্রমিক-মালিক পক্ষের সমঝোতা

INFO TODAY বাংলা



মো: জুয়েল রানা | শ্রীপুর, গাজীপুর প্রতিনিধি


শ্রীপুর (গাজীপুর): দীর্ঘ তিন থেকে চার মাসের বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমি ইউনিয়নের শিমুলতলী এলাকার গার্ডেনিয়া ওয়েস লিমিটেড কারখানার শ্রমিকদের সঙ্গে মালিক পক্ষের সমঝোতা হয়েছে। রবিবার (৫ অক্টোবর, ২০২৫) শিল্প পুলিশের মধ্যস্থতায় এই সমঝোতা হয়।


বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সম্প্রতি রাস্তায় নেমে সড়ক অবরোধ ও কর্মবিরতি পালন করেছিলেন। সর্বশেষ সমঝোতা অনুযায়ী, কারখানার স্টাফদের চার মাসের বকেয়া বেতন থেকে দুই মাসের এবং শ্রমিকদের পুরো দুই মাসের বকেয়া বেতন আগামী বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫ তারিখে পরিশোধ করা হবে।


এই সমঝতার সিদ্ধান্ত ঘোষণার পর কারখানার সকল শ্রমিক ও স্টাফ আগামীকাল সোমবার (৬ অক্টোবর, ২০২৫) থেকে যথারীতি কারখানায় কাজ শুরু করতে রাজি হয়েছেন।


সত্যের সাথে, সময়ের সাথে – ইনফো টুডে বাংলা

সময়োপযোগী খবর ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করার একটি নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম
To Top