পিরোজপুরে হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কর্মবিরতি: ৬ দফা দাবি বাস্তবায়নে ইপিআই কার্যক্রম বর্জন

INFO TODAY বাংলা


এম এ নকিব নাছরুল্লাহ্

পিরোজপুর: নিয়োগ বিধি সংশোধন ও বেতন স্কেল আপগ্রেডেশনসহ ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশের ন্যায় পিরোজপুরেও বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন (বিএইচএএ) অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে। রবিবার (৫ অক্টোবর) পিরোজপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এই কর্মবিরতি পালন করা হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারী স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা জানান, গত ১ অক্টোবর, ২০২৫ তারিখ থেকে তাঁরা সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই), আসন্ন টিসিভি টিকাদান ক্যাম্পেইন সহ তৃণমূল পর্যায়ে সকল স্বাস্থ্যসেবা কার্যক্রম বর্জন করে অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতি পালন করছেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ এই স্বাস্থ্যকর্মীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে— নিয়োগ বিধি সংশোধন, ইন-সার্ভিস ট্রেনিং এবং ১৪তম গ্রেডে বেতন স্কেল আপগ্রেডেশন।

কর্মবিরতি চলাকালে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, বিগত দিনগুলোতে সরকার থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও তার কোনো প্রতিফলন দেখা যায়নি। তাঁরা স্পষ্টভাবে ঘোষণা করেন, তাঁদের মোট ছয়টি দাবি প্রজ্ঞাপনের মাধ্যমে পূরণ করা না হলে তাঁরা নিজ নিজ কর্মস্থলে ফিরে যাবেন না।

কর্মবিরতি চলাকালে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সাগর শিকদার, সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন, সাংগঠনিক সম্পাদক শামীম হাসান খান, প্রচার সম্পাদক সালমা সুলতানা, কোষাধ্যক্ষ জেসমিন আক্তার, সহ-সভাপতি বিনয় কৃষ্ণ পাল এবং মরিয়ম বেগম প্রমুখ।

সত্যের সাথে, সময়ের সাথে – ইনফো টুডে বাংলা

সময়োপযোগী খবর ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করার একটি নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম
To Top