ঢাকা: রায়েরবাজার গণকবরে নির্মাণকাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র বিষয়ক সহায়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার বিকেলে তিনি নির্মাণাধীন শহীদদের কবরস্থানে পরিদর্শনে গিয়ে সরেজমিনে এসব অনিয়ম দেখতে পান।
পরিদর্শনের সময় এক ঠিকাদার উপদেষ্টাকে জানান, ব্যবহৃত ইট “এক নম্বর” মানের। জবাবে উপদেষ্টা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “কীসের এক নম্বর? শহীদদের কবরের ওপর এভাবে দুর্নীতি করছেন? লজ্জা লাগে না?” এরপর তিনি প্রকৌশলীকে ডেকে এনে জিজ্ঞাসা করেন, এসব ইট কীভাবে অনুমোদন পেয়েছে। উত্তরে প্রকৌশলী জানান, ‘আইইউবি থেকে’। এতে উপদেষ্টা বলেন, “আইইউবি থেকে পাস করছেন আর এই ইটের মান দেখেন? এই সব সরান এখনই।”
তিনি আরও বলেন, “যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি সম্মান দেখাতে হবে। এই কবরগুলোর নির্মাণে এক বিন্দু দুর্নীতিও বরদাস্ত করা হবে না।”
পরিদর্শন শেষে তিনি নির্মাণ সামগ্রীর মান পুনঃমূল্যায়ন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।