শিশুকে বাঁচাতে এন্টিভেনম নেই: কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে স্বজনদের আর্তনাদে

INFO TODAY BANGLA


কালীগঞ্জ, ঝিনাইদহ | ৩ আগস্ট ২০২৫, রবিবার  

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামে এক বিষধর সাপের দংশনে ৮ মাস বয়সী এক শিশুকন্যা আক্রান্ত হয়েছে। আজ রবিবার সকাল ১১টায় শিশুটিকে ঘরের বারান্দায় ঘুমন্ত অবস্থায় সাপে কামড় দেয়।

পরিবার তাকে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, সেখানে এন্টিভেনম (বিষনাশক সিরাম) নেই। শিশুটিকে ঝিনাইদহ সদর হাসপাতাল বা যশোরের মেডিকেলে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু হাসপাতালে অ্যাম্বুলেন্স না থাকায় স্বজনরা মোটরসাইকেলে শিশুটিকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। এ সময় শিশুটির মা, নানী ও আত্মীয়দের মর্মভেদী কান্নায় হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে।

স্থানীয়রা জানান, এই এলাকায় প্রায়ই সাপের কামড়ের ঘটনা ঘটলেও স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনমের পর্যাপ্ত ব্যবস্থা নেই, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

VIDEO LINK - YOUTUBE

সত্যের সাথে, সময়ের সাথে – ইনফো টুডে বাংলা

সময়োপযোগী খবর ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করার একটি নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম
To Top