গফরগাঁও, ময়মনসিংহ | ৩১ আগস্ট ২০২৫ । রবিবার
ময়মনসিংহের গফরগাঁওয়ে পুলিশকে দেখে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন এক যুবক। শনিবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার পাগলা থানাধীন মশাখালী ইউনিয়নের মুখী ব্রিজ ঘাট এলাকায় সুতিয়া নদীতে এই ঘটনা ঘটে। নিখোঁজ যুবকের নাম জসিম মোড়ল (৪২)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনের জন্য পাগলা থানা পুলিশের একটি দল মুখী ব্রিজঘাট এলাকায় যায়। পুলিশকে দেখে পাশের একটি মঠ থেকে জসিম মোড়ল, ফাহিম কাইয়া ও সোহেল নামের তিন যুবক নদীতে ঝাঁপ দেন। ধারণা করা হচ্ছে, তারা মঠ এলাকায় মাদক সেবন করতে এসেছিলেন।
নদীতে ঝাঁপ দেওয়ার পর ফাহিম এবং সোহেল সাঁতরে নদীর অপর পারে উঠতে পারলেও জসিম মোড়ল পানিতে তলিয়ে যান।
খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালায়। সন্ধ্যা ৭টায় অভিযান স্থগিত করা হলেও রবিবার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলছে।
নিখোঁজ জসিম মোড়ল মুখী গ্রামের বাসিন্দা। অপর দুই যুবক ফাহিম কাইয়া একই গ্রামের এবং সোহেল ভালুকা উপজেলার মাহমুদপুর এলাকার বাসিন্দা।